Tuesday, January 1, 2013

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র ( পর্ব ৬ ) ব্যাকলিংক--অফপেজ এস ই ও


আজকে নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হল ব্যাকলিংক। সবাই নিশ্চয় এই ব্যাকলিংক বাক্যটার সাথে পরিচিত আছেন। এর অপর নাম হচ্ছে ইনবাউন্ড লিংক।ব্যাক লিংক মূলত অন ওয়ে লিংক বলা হয়। যাই হোক যখন লিংক সম্পর্কে এর বিস্তারিত বলব তখন লিংক এর সব বিষয় গুলা জানতে পারবেন। তবে আমি এখন কিছু নাম বলছি লিঙ্কেরঃ
)ইনবাউন্ড লিংক,
) ইন্টারনাল লিংক,
এক্সটারনাল লিংকঃ-) রিসিপ্রকাল লিংক, ) অন ওয়ে লিংক
একটা সাইট এর জন্য ব্যাকলিংক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্যাকলিংক যত হবে সাইট তত গুগলের কাছে পরিচিত হবে। গুগলের কাছে পরিচিত হলে আপনার সাইট উঠতে থাকবে উপরে। গুগল যখন সার্চ দেয় কেউ। তখন গুগল ব্যাকলিংক এর উপর একটা গুরুত্ব দিয়ে থাকে। ব্যাকলিংক এই ক্ষেত্রে মারাত্মক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। একটা সাইট আর যত বেশি ব্যাকলিংক থাকে তার পাওয়ার টা সেই পরিমান থাকে। ব্যাকলিংক টা করলে আরও একটা জিনিস হয় সেইটা হল আপনার সাইট এর কি- ওয়ার্ড টাকে আরও বেশি পাওয়ার ফুল করে তোলা যায়। গুগল যখন আপনাকে পেজ রেংক দেয় তখন একটা বিষয় বিবেচনা করে যে আসলে সাইট টা কততুকু পাওয়ারফুল। তখন গুগল চেক করবে আপনার ব্যাক লিংক। যদিও পেজ রেংক ব্যাকলিংক জন্য এত পাওয়ার না। তারপর এটাকে ধরা হয়
ব্যাকলিংক এর গুরুত্ব কততুকু আসলে বলে বুঝান কষ্ট। যখন আপনি সরাসরি প্রাকটিকালে কাজ করবেন, তখন বুঝতে পাড়বেণ এইটার মূল্য কত টুকু। আপনার সাইট কে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাকলিংক এর গুরুত্ব সবচেয়ে বেশি। ব্যাকলিংক এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লিংক হচ্ছে আপনি যদি ডু- ফলো রিলেটিভ লিংক উচ্চ পেজ রেংকের করতে পারেন তাহলে অন্য ব্যাকলিংক ৫০ টা করলে যে পরিমান লাভ হবে এই ব্যাকলিংক টি করলে সেই পরিমান লাভ হবে। তবে আপনি যত ব্যাকলিংক বাড়াতে পারবেন আপনার তত পরিমান লাভ হবে
যাই হোক ব্যাকলিংক এর গুরুত্ব কি পরিমান আমি মনে হয় বুঝাতে পারছি। এখন ব্যাকলিংক কিভাবে করতে হয় তাই শিখাব। ব্যাকলিংক করার জন্য টা কোড ব্যবহার হয়। একটা কে বলে এইচটিএমএল (HTML) কোড আরেকটি হল বিবি কোড। HTML কোড সব জায়গা ব্যবহার হয়। বিবি কোড কোথায় ব্যবহার হয় এইটা বুঝবেন কিভাবে ? যেখানে ব্যবহার হয় সেখানে বলে দেওয়া থাকে এখানে HTML কোড ব্যবহার হবে না। বিবি কোড ব্যবহার করতে হবে। আর HTML কোড ব্যবহার করতে হবে যে কোন জায়গা। এর কোন নির্দিষ্ট জায়গা নেই। কোড টা নিচে লিখে দিচ্ছি। তারপর স্ক্রিনশর্ট এর মাধ্যমে কিভাবে করবেন দেখায় দিব। ধরুন একটা ওয়েব সাইট এর জন্য ব্যাকলিংক করছি। সেই সাইট এর জন্য কিভাবে কোডটা ব্যবহার করবেনঃ
HTML কোডঃ <a href="http://www.google.com">Google</a>
HTML কোডটা একটু ভেঙ্গেচুরে বলিঃ <a href="http://www.আপনার সাইট এর URL">আপনার সাইট এর কি- ওয়ার্ড</a>
বিবি কোডঃ [URL="http://www.google.com"]Google[/URL]
এখন কিভাবে করবেন ব্যাকলিংকঃ
স্টেপঃ ০১:-প্রথমে একটা ওয়েব সাইট যানঃ
http://www.mysecondmillion.com/facebook-pages-5-thiings-get-right-or-fail/ 
 নিচের পেজটার মত দেখাবে। আপনি ওখানে সব গুলা ঘর পুরন করেন। 

স্টেপঃ ০২:-এই বার সাবমিট করুন। দেখুন নিচের পেজটার মত দেখাবে

 
দেখুন আপনার কি- ওয়ার্ড টা শো করছে। এখন ওই কি- ওয়ার্ড ক্লিক করলে আপনার সাইট চলে যাবে। আর এই সাথে হয়ে গেল আপনার ব্যাকলিংক করা। এইভাবে করুন। দেখুন প্রচুর পরিমানে ভিজিটর এবং আপনার কি- ওয়ার্ড এর মাধ্যমে গুগল আর উপরের পেজে চলে আসছেন। আপনার সাইট টি জনপ্রিয় হয়ে উঠছে
নতুন যারা আছেন তারা হইত ভাবছেন সাইট আর লিস্ট কোথায় পাব। অর্থাৎ কোন সাইট যেয়ে ব্যাকলিংক করবেন। গুগল একটু কষ্ট করে সার্চ দিবেন "Backlink Site List" or "Blog Comment Site List or "Leave comment Site List"   এইভাবে লিখে সার্চ দিন। প্রাথমিক ভাবে এই সব লিখে সার্চ দিন। পরবর্তীতে সার্চ টার্ম শিখাব। কিভাবে সার্চ দিতে হয় গুগল এ। সামনের পর্বে আমি আপনাদেরকে সুবিধার  জন্য কিছু ব্যাকলিংকের লিস্ট দিয়ে দিব