Sunday, December 30, 2012

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র ( পর্ব 8 ) কি- ওয়ার্ড রিসার্চ-০২


অনপেজের প্রান বলেন বা এস এর প্রান বলেন, কি- ওয়ার্ড রিসার্চ   হচ্ছে মুল। অনলাইনের প্রান হচ্ছে এস আর এস এর প্রান হচ্ছে কি- ওয়ার্ড রিসার্চ। তাই কি- ওয়ার্ড রিসার্চ সম্পর্কে খুব ভাল ভাবে জানতে হবে। কি- ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব আমি পূর্বের  পোষ্টে আলোচনা করছি। আজ দেখাব কিভাবে একটি সফল কি- ওয়ার্ড রিসার্চ করা যাই। কি- ওয়ার্ড রিসার্চ এর আলোচনাতে আসতে গেলে প্রথমে ণিচের (Niche) এর আলোচনা করতে হই
Niche হচ্ছে আমি কোন বিষয়ের উপর আমার সাইট টা লিখব। Niche সিলেক্ট একটা অনেক বড় চিন্তার বিষয়। বর্তমানে সবচেয়ে বেশি কোন বিষয়ের উপর সার্চ হচ্ছে সেই চিন্তা ভাবনা করে Niche সিলেক্ট করতে হবে। এক কথাই বলা যাই যে, বর্তমানে ভিজিটরদের চাহিদা কোন বিষয়ের উপর। এইটার উপর একটু রিসার্চ করতে হবে। নিজে যদি কনফিউজ হয়ে যান। তাহলে আপনার মনে যেইটা সম্পর্কে জানতে ইচ্ছা করছে সেইটা সম্পর্কে রিসার্চ করা হচ্ছে কি- ওয়ার্ড রিসার্চ। আমরা Niche  সম্পর্কে নিশ্চয় বুঝতে পারছেন। এখন আমি কি- ওয়ার্ড রিসার্চ এর কিভাবে করতে হবে সেইটা দেখাব
স্টেপঃ
এই লিঙ্কে https://adwords.google.com/o/KeywordTool  চলে যান, নিচের পেজের মত দেখতে হবে


স্টেপঃ
মনে করেন আপনি অনলাইন ইনকাম (Online Income) এর এই কি- ওয়ার্ড টা সম্পর্কে জানতে চান। তাহলে নিচের পেজটার মত ঘর গুলা পুরন করেন। আমি মার্ক করে দেখাই দিছি


এখানে আপনি ক্যাটাগরি দিতেও পারেন আবার নাও পারেন। না দিলে কোন অসুবিধা নেই
স্টেপঃ
এবার সার্চ (Search) বাটনে ক্লিক করুন। দেখুন নিচের পেজটার মত দেখাবে

লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার কি- ওয়ার্ড এর টি বিশ্লেষণ দেওয়া আছে
) এই কি- ওয়ার্ড এর কম্পিটিশন কেমন ? ) প্রতি মাসে কি পরিমান গ্লোবাল সার্চ দেওয়া হয় ) লোকাল সার্চ কি পরমান দেওয়া হয় ?
Online Income এর কম্পিটিশন মিডিয়াম। তার মানে খুবই পাওয়ার ফুল একটা কি- ওয়ার্ড। কারন কম্পিটিশন হয় ভাবে লো, মিডিয়াম, হাই। এই টা মিডিয়াম তার মানে এই কি- ওয়ার্ড প্রচুর ভিজিটর আসে। আমরা দেখছি ২৪৬,০০০ জন ভিজিটর প্রতিমাসে সার্চ দেই। আপনি একটু চিন্তা করেন যদি আপনার সাইট নাম্বারে থাকে তাহলে প্রতি মাসে আপনার সাইট এর একটা কি-  ওয়ার্ড এর জন্য ভিজিটর আসবে ওই পরিমান। আর সাইট যখন ভিজিটর আসবে প্রচুর তখন ইনকাম আসবে সেই পরিমান। এই রকম যদি আপনি টা কি- ওয়ার্ড কে আপনি সার্চ ইঞ্জিন এর নাম্বার পজিশনে আনতে পারেন। তাহলে প্রতি মাসে আপনার সাইট এর ভিজিটর আসবে কি পরিমান এইটা আপনি ভাবেন। তাই আমি আপনাদেরকে বলব সাইট কাজ করার পূর্বে কি- ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব বা প্রাধান্য দিতে হবে আগে
দেখেন আপনার মুল কি- ওয়ার্ড এর পাশাপাশি রিলেটেড আর কিছু কি- ওয়ার্ড দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে কি - ওয়ার্ড চুজ করতে পারেন। এই ভাবে একটা কি- ওয়ার্ড এর উপর বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা যাই। এতে আপনার সঠিক কি- ওয়ার্ড বাছাই করতে সুবিধা হবে। এবং পরিপূর্ণ একটা সমাধান পাবেন।

No comments:

Post a Comment